রঙিলা দালানের মাটি - সুবীর সরকার

 সমস্ত বাংলা ভাষাভাষী অঞ্চল জুড়ে নিয়মিত চলছে কবিতাচর্চা। কবিতা নিয়ে প্রবল স্বপ্ন দেখা। বাংলা কবিতা লেখা হচ্ছে প্রান্তে প্রান্তে। অন্তর্জাল এবং মুদ্রিত পত্রিকার মাধ্যমে পৌঁছে যাচ্ছে পাঠকের কাছে। সোশ্যাল মিডিয়ার সৌজন্যেও কিছু ভালো আর সৎ কবিতার মুখোমুখি দাড়াতে পারছি আমরা। কত প্রানবন্ত নুতন কলম নুতন কবিতা লিখছেন। পাঠক হিসেবে আমি সমৃদ্ধ হচ্ছি। আমাদের এই উত্তর জনপদ জুড়েও অনেক তরুণতম কবি খুব নিবিড়তা নিয়ে লিখে চলেছেন বাংলা কবিতা। 

তেমনই কিছু কবিকে নিয়েই এই লেখা লিখছেন 

কবি সুবীর সরকার আজ ষষ্ঠ কিস্তি। 


"নিঃশ্বাস নিতে ভয় পাচ্ছে যে লগ্নভ্রষ্টা মাটি,

তোমায় তার কাছে বন্ধক রেখে যাবো

পরজন্মের আষাঢ়ে বৃষ্টিকে আবার ফিরে পেতে।"

কিংবা_

"আমরা কাদের ভিক্ষুক বলি

আসলে আমরা সবাই ভিখারী"

এমন কবিতা পংক্তি উচ্চারণ করেছেন কবি বাসবদত্তা চক্রবর্তী।কবির জন্ম ২০০০ সালে।বসবাস কোচবিহার শহর।বই পড়া,গান গাওয়া আর কবিতা লেখা নিয়ে কবির যাপন পরিধী।

একেবারেই তরুণতম প্রজন্মের কবি বাসবদত্তার প্রকাশিত কবিতার বই"নিঃশব্দ"।প্রকাশক"কবি মানস"।

এক নুতন দেখা নিয়ে বাসবদত্তা তার চারপাশের দেশকালসময়কে দেখেন।জীবন দেখবার এক চিরায়ত ভঙ্গি বদলে বদলে যায়।কবি উচ্চারণ করেন_

"তুমি বেঁচে থাকতে চাইলে

আমার গরীব হতে ইচ্ছে করে

নদীর খরস্রোতা শাড়ি আসমান থেকে

বৈধতার ছাড়পত্র আনে"

এই অল্প বয়সেই আমরা অদ্ভুত এক পরিণতমনস্কতা

লক্ষ করি।

এক জায়মান বিস্তার ভেঙে ভেঙে বাসবদত্তা তার জার্নি কে নুতন এক বিস্তারের দিকে নিয়ে যেতে যেতে লিখে ফেলে_

"যে কেউ না তার বিষাদে বাউল হতে নেই

যে কেউ না তার কথা সত্যি ভাবতে নেই"

তার মগ্নতা আছে।বিষাদ আর শুন্যতার এক মস্ত ভুবনডাঙ্গা আছে।

আবার কবি কখনো বলছে_

"ভোর বেলা মেঘের পাশে

লাল রঙ দিয়ে বিপ্লবের চিহ্ন এঁকেছি"

সময়কে এড়িয়ে সমকালকে এড়িয়ে কোন স্রষ্টা লুকিয়ে থাকতে পারেন না।যেভাবেই হোক কালের ছায়া লেখার ওপর পড়বেই।

আমরা বাসবদত্তাকে দেখি, দূরদেশি নদীর ধারে বাড়ির বারান্দায় দাঁড়িয়ে এক আকাশ তারাকে বন্ধু হবার প্রস্তাব দিতে।

অনেক ম্যাজিক টাচ খুঁজে পাই তার কবিতায়।

সে বলে অথবা দেখে কিংবা দেখায়_

"অবিরাম পাতা ঝরছে

কত শব্দ হচ্ছে চারিদিকে

ডালগুলো সারা শরীরে

ভেঙে পড়ছে"


নিজেকে মগ্ন রাখতে পারলে,নিজের লেখা পড়ায় যত্ন নিতে পারলে কবি বাসবদত্তা চক্রবর্তী আগামীদিনের অবশ্যসম্ভাবী তেজি ঘোড়া!

Comments

  1. কবিতার কথাগুলি পাঠককে ভাবায় l সুন্দর বিশ্লেষণ l নতুন কবিদের উৎসাহিত করবার জন্য শুভেচ্ছা কথালহরী কে l

    ReplyDelete
  2. সুব্রত ভট্টাচার্যMay 26, 2022 at 7:15 PM

    ভালো লাগলো কবিতা ও বিশ্লেষণ গুলি l শুভেচ্ছা l

    ReplyDelete

Post a Comment