কবিতা - জয় দাস


জন্মান্তর


প্রতি রাতে এক স্বপ্ন আসে,
আমার ঘুমের কাছে
কোনো এক জোছনা রাতে-
পক্ষীরাজ ঘোড়া আটকে আছে
চোরাবালিতে, আস্তে আস্তে ডুবছে...
তাকে টেনে তোলার চেষ্টা করছে একটি পাখি,
যার ভিতর রাক্ষসের প্রাণ লুকিয়ে আছে,
সেই রাক্ষস- যার ঘরে ঘুমায় রাজকন‍্যা
জিয়নকাঠিতে কেউ ডেকে তুলবে তাকে,
এই আশায়...
আচমকা চাঁদ ভেঙে যায়
অসংখ‍্য জোনাকি হয়ে ছড়িয়ে পরে
সেই চোরাবালির পাশে-
যেখানে আটকে গেছে পক্ষীরাজের পাখা,
আর তাকে টেনে তুলছে পাখি।
আচমকা জোনাকি অনেক আলো ছড়িয়ে
সাদা চাদর হয়ে ওঠে,
হাওয়ায় সরে যায় চাদর
অবিকল আমি, শুয়ে আছি তাতে...


সব জোনাকি মরে গেলে
একটি স্ফিনিংস পাখির জন্ম হয়
সূর্যকে ভালোবেসে, 
যে বারবার জন্মান্তর চায়...

Comments

Post a Comment