কবিতা - অনৈতা রক্ষিত


দড়ি টানাটানি


একটা নিঃশ্বাসের মতো সকালের পক্ষাঘাত হলেও-
আমিই একমাত্র রাজসাক্ষী!
ঈশ্বর করুণাময়।
তিনি হৃদয় সেলাই করেন-
অজানা কোনো মসলিন সুতোয়
অনুভূতির মতো মসলিন!
ছেঁড়া সম্ভব ছাড়ানো না!
খুব গোপনে।
আবার কেউ কেউ ঈশ্বরের দালাল হয়,
ওরা রং বিক্রি করে।
আমি সব মেখে নিথর সাদা এখন।
জমানো ভাঙা-নখ দিয়ে তাজমহল বানায় যারা-
তারাই স্বপ্ন দেখাতে জানে।
বিশ্বাস কেটে বানানো চক্রব্যূহ থাক,
থাক অবিশ্বাসের দালানকোঠা,
এবার ফিরতে হবে!

Comments

Post a Comment