কবিতা - সপ্তর্ষি বনিক


মানুষ কাহিনি


পাতাঝরার মুহূর্তে ঠাঁয় দাঁড়িয়ে থাকে রোদ
ইহকালের পথ খুঁজে পাই
বৃত্তাকারে কোনও সম্পর্কের ঠিকানা পাওয়া যায় না
খামারের গায়ে লেগে আছে ক্ষমার দাগ


ইচ্ছুক কোনও ব্যক্তি মৃত্যুবরণ করতে পারে এ সময়


গোয়ালঘরের পাশে কুঁড়েঘর বাঁধতে লেগেছে কেউ
শরীরে শরীর মিশে যায়
পিঠে ও পেটে দাগ
জন্মদাগ
মৃত্যুদাগ




ক্ষমার শেষের পাপের ঠিকানা খুঁজে পায়
একজন আস্তানাহীন কুঁড়ে লোক…

Comments