কবিতা - তনুশ্রী পাল


বসন্ত অসুখ



উড়ে আসে খর মরুভূমি  বিঁধে যাচ্ছে চোখ, পুণরায় অন্ধ হয়ে যাই
সক্কলে যদিও জানে
জন্মান্ধ ভিখিরি মোটে নই
ঘাসরঙ  আঁচল পেতেছি   দোরে দোরে মাধুকরী সারি
গহীন  জলের থেকে
খসে গেছে বেহুঁশ সানাই, তবু এই বেহায়া রোগা হাত কেন খোঁজে গৃহস্থ কলস ...
শূন্যতার দেওয়াল খুঁড়ে আমি
খুলেছি যে প্রাচীন দেরাজ, সেখানে শায়িত মহাদুখ শ্যাওলারঙ বিপুল  বিষাদ
শিশিরের পতন ধ্বনি টুপ... ঘ্রাণে পাই বসন্ত-অসুখ
সামনে দাঁড়িয়েছে এসে
হলুদ ঘাসের গাঢ় বন! তাহার ছায়ায় বসি একা  সঙ্গী শুধু  লবনাক্ত শোক

Comments