ছড়া - দেবাশিস ভট্টাচার্য


ছড়ার খুকু



চেহারাটা লিকলিকে 
দাঁত গুলো চিকচিকে 
হাসে শুধু ফিকফিকে
জানো কেউ তিনিটি কে


কথা কয় পাকা পাকা
সব কথা নাকা নাকা
কিছু থাকে রাখা ঢাকা 
ছোটে শুধু আকা বাকা


ছবি আঁকা শখ তার 
ছড়া বলে মজাদার
বয়সটা বোঝা ভার 
মাত্র তো সাড়ে চার! 


খুব ভালো গান গায় 
মামা বাড়ি চাঁদ গাঁয়
যাই আমি যেখানেই 
দেখি তারে সেখানেই। 

Comments

Post a Comment