কবিতা - আজিজুল হক



সূর্য টা তখন তোমার.....


তোমার ইচ্ছেয় রোজ সূর্য উঠে,
তোমার ইচ্ছেতে সমুদ্ররা কথা বলে,
তুমি চাইলেই পৃথিবীটা আমার হয়ে যায়,
তুমি ডাকলেই প্রাণ পায় সব 
ভ্রমর গুলো ....
কি অদ্ভুত, তাই না?
অথচ আমার প্রাণ জুড়ে শুধু  তোমারই ছোঁয়া !
নিরিবিলি ভোরে শুধু তোমার পথ পানে চেয়ে রয় ..
মধ্যগগনে তখন তাঁরারা মিটিমিটি হাসছে ..
আকাশে ডানা মেলে ভিনদেশে  পাড়ি দিচ্ছে সব আলো ..
আমি রমজানের চাঁদে তোমায় দেখছি,
দেখছি তোমার সমুন্নত মুখ, রাঙানো চোখ 
আর তোমার হৃদয় জুড়ে ছুঁয়ে যাওযা় 
ঈশ্বর কে বলা কিছু কথা,
যা আমি তোমার কানে কানে বলেছিলাম ..!
তুমি তখন যীশু কে কোলে নিয়ে 
ঈশ্বর কে অভিসম্পাত করছিলে, 
মাতৃহীন শিশুর কিংবা সন্তান হারা মায়ের লাশ গুলো সিরিয়া কিংবা ইউক্রেন থেকে 
এক্কেবারে তোমার কোলে ..!
আমি তখন তোমার চোখে জল দেখিনি,
দেখিনি তখন রমজানের চাঁদ কিংবা 
শুক্লাপঞ্চমীর স্নিগ্ধতা...
ফোরাত নদীর রক্তাক্ত জল গুলো তোমার চোখে তখন, 
আদিম হিংস্রতাগুলো কে দিয়ে তুমি ভাসিয়ে দিচ্ছ 
আল্লাহের আসন আরশ কে ...
কি বিমূর্ত তোমার সে প্রতিমূর্তি...
দশভূজা কিংবা চামুণ্ডা ......
আমার ভালবাসা গুলো আমি দেখছি,
দেখছি, তাঁরা সব নিষ্পলক আঁখি মেলে তোমার সন্গী হযেছে ....
আমার ঘরে তখন এক আকাশ চাঁদ ,
আর এক ফালি রোদ জোসনা আমায় ভিজিয়ে দিচ্ছে ..
আমার সর্বাঙ্গ তখন কৃষ্ণের বাঁশির সুরে উত্ফুল্ল,
ঈশা-মুশা আর মহম্মদের সে কি আনন্দ উতসব ...! 
সিরীয়ার শিশুটি তাঁদের কোলে হামাগুড়ি দিয়ে 
ঈশ্বরের কাছে  ভালবাসাগুলো টেনে হিচঁড়ে কেড়ে নিচ্ছে ....
আমি তখন নীরব দর্শক,
শুধু তোমায় দেখছি, দেখছি আমার সব প্রেম আর 
ভালোবাসা গুলো দিয়ে তুমি শুধু তোমার ইচ্ছেয় 
চুল বেঁধেছ,
সে চুলে গুজেছ রক্ত গোলাপ ....॥
সূর্য টা প্রেম পেয়েছে আজ! ....

Comments