কবিতা - দীপান্বিতা রায় সরকার


শুশ্রূষা 


বিমুর্ত এক গাছের মতোই 
ছায়া দেবে অল্প কিছু শুশ্রূষার কথা
বাকল থেকে সরিয়ে নেবে বিবর্ণ দাগ, 
আগুন যখন ভাঙবে নীরব  আদিম কথকতা... 


শ্মশানের শ্বেত স্তবের মতন শান্তিপ্রবণ
এই গোলার্ধ ব্যাস কমিয়ে ছোট্ট যুগে,
ভীষণভাবে লেপ্টে থাকা আন্তরিক ক্ষণ
সূর্যোদয়ের বিবর্তিত গল্প বলে।


নিষ্কৃতি নেই ভাঙবে সব ফিরোজা অক্ষরে...
যুদ্ধ তখন শরীর থেকে  অনেক দূরে 
শব্দ কুঠার ভেদ করেনি আত্মকথন,
তিন প্রহরের বেলা এখন কে  দেখাবে!


হয়ত সেও চিরকালের অপাঙক্তেয় 
তার সে প্রবল প্রার্থণাতে এই জন্ম... 
বিমূর্ত এই প্রকৃতিতে যে  ছিল অপ্রকাশ্য 
তার স্থিরতা এখন থেকে গাছের মতো

Comments