কবিতা - গৌতমকুমার ভাদুড়ি


মা



ডাইনিং টেবিলে বসে তাড়াহুড়ো করি

প্রেসারের শেষ সিটি শান্ত না হতেই

তপ্তভাত সম্মুখে হাজির গরম ভাতের ধোঁয়া

শৈশবের স্মৃতিগুলো বাতাসে ওড়ায়

ভাতের গন্ধের সাথে তোমার বাষ্পীয় স্মৃতি

ঢেউ তোলে মনের গভীরে

মা তোমার সেদিনের সাদাভাত কই?     লঙ্কানুন?

চেয়ে দেখো-কর্পোরেট সন্তানের সমস্ত স্মৃতিরধারা

তোমার সে সকালকে খুঁজে ফেরে আজ। আর কিছু নয়

তোমার সন্তান শুধু একটি সকালচায়

পিঁড়ি পেতে বসতে মেঝেতে-

ভাতের অঘ্রাণি গন্ধে

একবার বুক ভরে নিতে

Comments

  1. অপূর্ব! অঘ্রাণি গন্ধ ! খুব মোহময় ।

    ReplyDelete
  2. অপূর্ব..💖💖

    ReplyDelete
  3. ভালো লাগল

    ReplyDelete
  4. Maa ar Memoirs So Nice.

    ReplyDelete

Post a Comment