নবীন কলমের কথামালা ।। কবিতা - সুব্রত দেবনাথ


অশান্ত রজনী


আকাশের চাঁদ করেছে আজ
            আলো মুখরিত রজনীকে,
তাই বুঝি ওই জোনাকিরা
             পেয়েছে খুঁজে পথটিকে।
যাচ্ছে ওরা দল বেঁধে
             না জানি কিসের সন্ধানে, 
বসুমাতা যে বেঁধেছে ওদের
             আলোকিত এক বন্ধনে।
ছোট ছোট ওই মেঘ গুলো তবে 
                 হঠাৎ কেন বাঁধ সাধে,
জোনাকি রা তবু চলেছে ছুটে 
               কাঁধে রেখে হাত কাঁধে।
গুরু গুরু দেখ মেঘ ডাকছে 
         ঝোড়ো হাওয়া শুরু হয়েছে!
পশু পাখিরা ঘর পেয়েছে 
          মানুষ এখনও ছুটে চলেছে
বৃষ্টি ফোঁটা ঝড়ে পরছে
          গাছের পাতায় টুপ টুপ টুপ
চারিদিক যেন স্থির হয়ে গেল 
          আর হয়ে গেল নিশ্চুপ চুপ।

Comments

Post a Comment