গদ্য - রুমি নাহা মজুমদার



দৌড়


আসলে ঘর বলে আদৌ কিছু আছে? যে ঘরটাকে তুমি আমার বলে আগলে রাখো, রাখো ঘরের সকল কিছু, একদিন ছেড়ে চলে যাবে সময় হলে। অথবা আর ভালবাসো না বলে পুরনো সবকিছু বাতিলের খাতায় রেখে সাজাতে চাও নতুন করে তাকেও কি তোমার করে পাবে ঠিক? এই ভাবনায় রোজকার আলো জ্বালাতে জ্বালাতে  আশাও জাগে একটু করে। তারপর একদিন নিভে যাওয়া। অন্ধকারে ভাসতে ভাসতে পৌঁছে যেতে হয় যেখান থেকে শুরু হয়েছিল যাত্রা।  দৌড় প্রতিযোগিতায় শেষের লাল ফিতেটা দেখা যায় স্পষ্ট, আরম্ভ বিন্দু কারো জানা হয় না।  মিছিমিছি মাঝখানে এ ওর ঠেলাগুতো আর প্রধান হয়ে ওঠা মান অভিমান। 

Comments

Post a Comment