রঙিলা দালানের মাটি - সুবীর সরকার

সমস্ত বাংলা ভাষাভাষী অঞ্চল জুড়ে নিয়মিত চলছে কবিতাচর্চা। কবিতা নিয়ে প্রবল স্বপ্ন দেখা। বাংলা কবিতা লেখা হচ্ছে প্রান্তে প্রান্তে। অন্তর্জাল এবং মুদ্রিত পত্রিকার মাধ্যমে পৌঁছে যাচ্ছে পাঠকের কাছে। সোশ্যাল মিডিয়ার সৌজন্যেও কিছু ভালো আর সৎ কবিতার মুখোমুখি দাড়াতে পারছি আমরা। কত প্রানবন্ত নুতন কলম নুতন কবিতা লিখছেন। পাঠক হিসেবে আমি সমৃদ্ধ হচ্ছি। আমাদের এই উত্তর জনপদ জুড়েও অনেক তরুণতম কবি খুব নিবিড়তা নিয়ে লিখে চলেছেন বাংলা কবিতা। 

তেমনই কিছু কবিকে নিয়েই এই লেখা লিখছেন 

কবি সুবীর সরকার আজ তৃতীয় কিস্তি। 


সোমা দে। তরুণ এই কবির বসবাস আলিপুরদুয়ারে।

স্নাতকোত্তর পর্ব শেষ করে কবিতা,বাচিক শিল্প,টিউশন নিয়ে সে আছে।ছোট থেকেই লেখা আর পড়ার বৃত্তে তার আগ্রহ।

এখন নিজেকে ভাঙতে ভাঙতে সোমা বাংলা কবিতাকে নিবিড় করে জড়িয়েই নিয়েছে।সোমা দে লিখছে_

"জলের বুকে তৈরী করা আশিয়ানা 

বুদবুদেই হারিয়ে যায় প্রতিবার 

আর তুমি ডুবুরি হয়ে যাও নিমেষেই

মঞ্জিল এখন মাঝ সমুদ্রের সবুজ দ্বীপ 

তুমি জানোই না , 

কি ভয়ঙ্কর আগ্নেয়গিরি জেগে উঠছে

তার অন্দরে 

সামলে নাও , ফিরে এসো , ঝিনুকের কুঠুরিতে 

গোপন প্রেমিক হও 

অলংকারের মুক্তো হয়ে

প্রেয়সীর সোহাগ মাখো স্নানঘরে . . ."

খুব আত্মগত আর ব্যাক্তিগত সোমার কবিতা পরিসর।তার যাপিত জীবন ছায়া বিছিয়ে যায় তার ব্যবহৃত শব্দ,অক্ষর,কমা, রেফ, ড্যাস জুড়ে জুড়ে।

চারপাশের বিপন্নতা,মানুষ,প্রকৃতি,দুঃখ,সুখ,আবেগ দিয়ে খুব নিভৃতে সোমা লিখে চলেছে নিরন্তর।

মাঝে মাঝে অমোঘ কিছু সত্য পাঠকের দিকে ছুঁড়ে দেয় সোমা_

"মরদেহের মূল্য বুঝতে কিংবা মৃত্যু পরবর্তী গুনকীর্তন শুনবার লোভে

আমার ভীষণভাবে একবার মরে গিয়ে

দেখতে ইচ্ছে হয় !


ঠিক কতটা নিঃখুত শোক জ্ঞাপনের অভিনয় করতে পারে নির্লজ্জ চিল শকুনের দল ,

প্রিয়জনের আড়ালে কতজন প্রয়োজন মিটিয়েছে সেই হিসেবও জানতে ইচ্ছে হয় !


এক জীবনের সমস্ত অবজ্ঞা অভিমান যন্ত্রনা অপেক্ষা ক্ষনিকের জন্য হলেও

শ্রদ্ধা ভালোবাসা মুক্তির অগ্নিশিখা হয়ে শূন্যের গভীরে পূর্ণতা পায় ।"

খুব উচ্চকিত কণ্ঠ নয়।অথচ মেদুর এক সুদূর বুঝি লুকিয়ে থাকে!

সোমার কবিতায় মায়া আছে।জায়মান এক বিস্তার আছে।ম্যাজিক আছে।

সোমা আলতো করে কিছু ভ্রম আর বিভ্রম সাজিয়ে রাখতে থাকেন_

"দুঃসময় যাপন , তবুও জন্ম নিতে চলেছে চারাগাছ

ইনবক্স ফুলে উঠছে ক্রমশঃ 

আবেগের শেকড় ছড়াচ্ছে গভীরে ,

আকরে ধরছে নরম মাটির বুক 


মধ্যাহ্নের দাবদাহের ঝাঁপটায় বিবর্ণ শরীরে বৃষ্টি নামে রাতের গভীরে

ভেজা পাতায় লেপ্টে থাকে তাজা আদর


নতুন সম্পর্ক , সুসময়ের দিকে বর্ধিত হবার লড়াইটা তীব্র

বিষাক্ত কীট প্রথার বেশে ধেয়ে এসে সব শেষ করে দেবে নাতো !

আশঙ্কাটা থেকেই যাচ্ছে ...."

এভাবেই বাংলা কবিতা জড়িয়ে নিজের মতন হেঁটে যাচ্ছেন তরুণ কবি সোমা দে।

Comments