গুচ্ছ কবিতা - সৈকত সেন


ভাত বিষয়ক



  ১  

ভাত একরকম সুখের নাম
ভাগাভাগি করে নেওয়া আকাঙ্ক্ষিত 
দুবেলার স্বাচ্ছন্দ্য একটুকরো
নাভি থেকে উঠে আসা তীব্র দাহ
চিরকালীন দায় কিংবা জন্মগত মায়া  
এইসব কিছু আসলে অজুহাত
শীতউৎসব সেরে ফিরে আসে সুখপাখী। 




  ২  

অনেকটা নিরাপত্তার নাম ভাত
সবুজ শস্যের খেত পেরিয়ে
এক নিশ্চিত সংস্থান জলে নুনে
চেনা গন্ধ, মোহিনী চাঁদের আলোয়
মায়াবী ঘুমে মগ্ন পরিবার- পরিজন
আর অনন্ত ক্ষুধার দেশে 
নগরকীর্তন করে ফেরে তিলকধারী বৈষ্ণব।




  ৩  

প্রেমের আর এক নাম ভাত
সবরকম শর্ত ডিঙিয়ে
বর্ণহীন এক সমন্বয়
বৃত্তাকারে জড়ো হয়ে থাকা 
বিন্দু বিন্দু ঘাম দূরে পাতায় পাতায়
অল্প আলোয় স্নিগ্ধ হাসিমুখ
দিনাবসানের গল্পে মুখর সুখী গৃহকোণ।



  ৪  

ভাত একরকম দেশভাগের নাম 
কাঁটাতার ছুঁয়ে থাকা দীর্ঘ হাহাকার
দুপাশে মুছে যাওয়া পূর্বপুরুষের পদচিহ্ন 
মাথার ওপরে অখণ্ড আকাশ
জোর করে শেকল পরিয়ে রাখা 
আদিম নারীর বুক থেকে 
উঠে আসে গভীর দীর্ঘশ্বাস।




  ৫  

একটি যুদ্ধের নাম ভাত
আমৃত্যু লড়ে যাওয়া ভেতরে বাইরে
ক্ষুধার শব কাঁধে রেখে 
জন্মবীজ আর নুন নিয়ে লড়াই
একটু অসতর্ক হলেই পদপৃষ্ট 
গলা থেকে উঠে আসবে বিষ।




  ৬  

ভাত একটা মৃত্যুর নাম
কপালে চিবুকে লেগে থাকা 
মায়ের গহন স্নেহাশ্রু  মুছে ফেলে
কুণ্ডলী পাকানো ধোঁয়ার দিকে এগিয়ে চলা
দুপাশে গড়িয়ে পড়া লালা
উন্মাদে চেটে নেয় সরীসৃপের দল
যেন একটা মৃত্যুর উৎসব।

Comments

  1. ভাত বিষয়ক এমন লেখা সম্ভব , কবি দেখিয়ে দিলেন ।
    বাহ বাহ সৈকতভাই ।

    ReplyDelete

Post a Comment