গুচ্ছ কবিতা - আজিজুল হক


শান দিও হৃদয়ে 


 একটা মানুষ চাই 
যে দুটো কথা বলতে পারে,
একটা শাবল আর গাইতি চাই,
যার তীব্র আঘাতে সমস্ত ধ্বংসস্তূপ ভেদ করে গড়ে উঠতে পারে  একটা আস্ত মহেঞ্জদাঢ়ো!
একটা মানুষ চাই, যার হাতের স্পর্শে সুর বেজে উঠে,
একটা মানুষ চাই 
যাকে বিশ্বাস করা যায় 
যাকে আসমুদ্র হিমাচল ভালবাসা যায়,
একটা সম্পূর্ণ মানবী চাই 
যে সমস্ত সভ্যতা কে বুকে
আগলে রাখতে পারে।



 

সূর্যোদয় 


করিকাঠ পেরিয়ে  এসেছে
সেলিম মংলু
আর মইনূরদের দল ,
অভাব তবুও চৌকাঠে!
রক্তে আছে চেতনার বীজ,
অভাব শুধু ...
লেনিন আর হোচিমিনদের ..।



পোস্টমর্টেম রিপোর্ট 


ফুলবানু আজ আর বেচে নেই,
তার ক্ষতবিক্ষত দেহ টা পড়েছিল 
ফুটপাতের চৌহোদ্দীতে!
একটা বীভৎস লাশ ..
হিংস্র হায়নাদের খেলার শিকার!
নারীত্ব বুকে নিয়ে বেঁচে থাকার 
স্বপ্ন দেখা  টা পাপ।
তাঁর ছোট ছেলেটিও কাঁদে না এখন আর-
কারণ সে জেনেছে মৃত্যুর কারণ--
পোস্টমর্টেম রিপোর্ট 
ফুলবানু আত্মহত্যা করেছিল
সাক্ষী একটা কাগজ ...!




রজনীগন্ধা 

 
ওর যোনীদ্বারে রক্ত নদীর ধারা
ঢেউ খেলছে আমার হৃদয়ে!
পৃথিবীর সমস্ত শান্তির উৎস যেন বর্ধিষ্ণু নারীর উষ্ণ  বুক!
ভালবাসার নদীতে উষ্ণ স্নান 
আমার ভূবনে 
ফাগুন এনেছে ॥





নীল-নীলিমা


বন মহুয়ার অরণ্যে
আদর্শ গুলো মরচে ধরেছে ,
ডালপালারও ঘটেছে বিস্তৃতি!
মৌ-মাতাল গন্ধে নেই আর সুবাস,
সান্ত্বনা খুঁজি আমরা 
ষোড়শীর হৃদয়ে!




তিমিরেই বাঁচি

 
সংঘর্ষ  আর সংঘাতের জীবনে 
প্রেম নিয়ে টানাটানি,
কেনা বেচার হাটে বিকোয় তবুও 
হাড় বেরোনো বুক!
পয়সায় বিক্রি হয় প্রেম, 
তবুও সভ্যতা এগিয়ে চলে 
ধিকি ধিকি ...
হাটি .......হাটি ..পা ..পা ..
আমরা সাক্ষী!
প্রমাণ শুধু একরাশ নীরবতা!!

Comments