গুচ্ছ কবিতা - নবনীতা


  ১  প্রেমের মানে 

উপেক্ষার ভাষা কঠিন হলে,
অপেক্ষার রঙ মলিন হয়ে আসে
আমি প্রেম বলতে বুঝি এক নিরবিচ্ছিন্ন সাধনা...



  ২  আনন্দ অথবা শোক

শোক যখন প্রাত্যহিকের,
আনন্দ তখন রূপকথা
আমাদের আনন্দ-শোক উদযাপন 
প্রাত্যহিকের বিমূর্ত এক অনুভব বৈ কিছু নয়৷



  ৩  নীরবতার অর্থ

নীরবতার ভেতরে এক প্রচ্ছন্ন চিৎকার ডুবে থাকে
নিয়ত অর্থহীন শব্দের পৃথিবীতে তা হারায় না 
বরং প্রতিনিয়ত গভীর থেকে গভীরতর 
হয়ে জানান দেয় ...সে আছে ৷



  ৪  ভালোবাসা 

ভালোবাসার সমাপ্তি বলে কিছু নেই 
নেই উপসংহারও 
কখনও সূচনা আর বিস্তার দিয়ে ভালোবেসে দেখো
রামধনুর সবকটি রং মনের মাঝেও থাকে ৷



  ৫  রাতের আখ্যান 

বিষাদ ছুঁয়ে থাকা মাদলের সুর 
ওদের বিষন্ন রাতের আখ্যান শোনায় 
অথচ কেউ রাত বোনে 
নরম আলোয়, গরম চাদরে আর এক পাত্র 
অমৃত সুধায়...

Comments

Post a Comment