গুচ্ছ কবিতা - তৌফিক জহুর


গন্তব্য 


পাতারা জেগে ওঠে কুদরতি ইশারায়
নিঃশ্বাসে প্রাণ জাগে বৃক্ষজীবন
কার ইশারায় প্রাণঘড়ি চলে
নিঃসঙ্গ অভিসার শেষে ঘুড়ি ফেরে গন্তব্যে



পাখি-১


পাখি ওড়ে আকাশে ডানা মেলে
পাখি ওড়ে স্বাধীন বাতাসে
পাখি জানে গন্তব্য 
আঁধার নেমে এলে পাখি ফেরে নীড়ে
একটা সন্ধ্যা ডানায় চেপে 
ঢেকে দেয় পৃথিবীর আলো।
 


পাখি-২


ঋতুর পরিবর্তনে পাখির পালক ঝরেনা
পাখি ওড়ে খোদার আকাশে
আকাশ থেকে বৃষ্টি নেমে আসে
গোরস্থানে ভিজে কফিন
পানিবিহীন দেহ যেন থমকে যাওয়া ঘড়ির কাঁটা।



পাখি-৩


যে পথগুলো সোজা চলে গেছে দূরে
দু'পাশে সারি সারি গাছের জীবন
দু’চোখে সানগ্লাস স্বপ্ন, খোঁজে হৃদয় 
তাঁর দেখা পাবার বাসনায়
খাঁচার শিকলে জিকিরের ঢেউ 
পাখি প্রেম ডানা মেলে শুন্যে 
একদিন তাঁর গলায় বেঁধে দিবো আজানের তাবিজ।
 


পাখি-৪

 
যে বিশ্বাসে আমার সিজদাগুলো
মাটিতে লুটিয়ে পড়ে
সবুজ জায়নামাজে তা কবুল করো মালিক
আমার ঠোঁট কথা বলে অস্ফুট স্বরে
দিনরাত তোমারই গুনগান গায়
আমি তো চেয়েছি তোমার প্রেম
তোমারই প্রশংসা করি পাঁচবার 
খাঁচার পাখি জানে দিলের হকিকত
এ দেহ তোমারই নিপুণ শিল্প।



পাখি-৫

 
পৃথিবীতে দেখেছি যত, তোমার সৌন্দর্য বুঝি
তোমার সৃষ্টির মাঝে নতজানু হই
তোমার দরিয়া, মরুভূমি আর উদ্যান
আমি কি অস্বীকার করি?
মাননীয় প্রভু,
পুলসিরাত পার হয়ে সেই নদী কিনতে চাই
সারাবান তহুরার নহর যেখানে প্রবাহিত 
নেকির পাহাড়ে প্লাবনের ঢেউ 
নূহের নৌকা পার হয় গুনাহের বাজার।

Comments