গুচ্ছ কবিতা - গৌতমকুমার ভাদুড়ি


কবিতা সপ্তক

  

খই


দুখিমন পথ ধরে গিয়েছিল যারা
এত খই পড়ে আছে পথের দুধারে ?
এপথেই গেছে তবে তারা?



কোকিল

বসন্ত বিদায় নিয়ে চলে গেছে
একটি কোকিল তবু অপেক্ষাতে কার
অশথের ডালে বসে আছে।



ঝড়

সারারাত ঝড়ের তাণ্ডব
সারারাত মহা হুলুস্থুল
সকালের মাঠজুড়ে ছিন্নভিন্ন ডাল পাতা ফুল।    



অপেক্ষা

জিয়ল মাছেরা সব শুয়ে শুয়ে সারাক্ষণ
মরে যাওয়া বন্ধুদের গোনে।
মাছের বাজারি শুধু জানে।



অনিশ্চিত

মা চলেছে, গায়ে তার গা লাগিয়ে
স্বল্পরোম নবীন বাছুর। এখনও জানেনা
যেতে হবে আরও কতদূর।



উদ্বেগ

অসময় বৈশাখের ঝড়
পাখিদুটো দ্রুত উড়ে যায়। চিন্তা ভারী
শিশু একা রয়েছে বাসায়।



বৃক্ষ

বোঁটা ছিড়ে পড়েছে ভূতলে। দুঃখ নেই তাতে
গাছ জানে – কিছু নয়,
কোল থেকে গেছে অন্য কোলে। 

Comments

  1. শ্যামলেন্দ্র চক্রবর্তীJanuary 27, 2022 at 8:49 PM

    দুই তিন চরণের , কিন্তু গভীর ভাবনা সমৃদ্ধ লেখা গুলো ।

    ReplyDelete

Post a Comment