গুচ্ছ কবিতা - অর্ঘ্য দে



রেখতা 


সঙ্কেত

 

রেখেছ আগুনপুড়ে-যাওয়া সঙ্কেত। 

জাফরানি বিকেলের অশনি সঙ্কেত।  

 

কত যে ছিল গলতিবিশ্বাসহীনতা

যত খুঁড়ি খাকবাড়ে শুধু ধূসরতা। 

 

নিভেছে সাতটি তারা উঠোন-ফ়লকে

খুঁজি তবু আজও মৃত আলোর ফাঁকে। 

 

এক কণা মাঘী আলো মেদুর সরোদ

ওঠে-নামে থরথর স্মৃতির পারদ। 

 

মুছে ঘর ধুলোরঙে যারা অনিকেত

খুঁজে পেলে নির্বাণ রেখে যাবে সঙ্কেত। 

 

(ফ়লকেঃ আকাশে)  

 

 


বেখেয়ালে

 

আগুনের নকশায় বৃষ্টির দিন গুনি

ভিজে গেছ অকাল শ্রাবণে বেখায়ালে।

                   

দলছুট পাখিটা আবার উড়তে চায়  

নীল আঁচল ধরতে যাই বেখেয়ালে।                     

 

ছন্নছাড়া যাপনের প্রশ্বাস যোগ হয়

বিপর্যয়ের পরে কোনও বেখেয়ালে।

 

গুঁড়ো ওড়ে রেণুর মিছিলে এলোমেলো  

ফুলে ফুলে তোমাকেই খুঁজি বেখেয়ালে।

 


 

সমাধান

 

জীবনের রহস্য কে করেছে সমাধান

তবু আসতেই হয়মৃত্যু নয় সমাধান।

 

হদিশ যখন পেয়েছি খোয়াবে নবীর

তখন হয়েছে ভোর মসি আসমান।

 

রোজ ঘন হয় বিশ্বাস ফুলে-ফুলেরঙে

পরিণতি ঝরে-যাওয়ামৌসম বেইমান । 

 

ঈর্ষাকাতর খুঁজে নেয় যাপনের ক্ষত

প্ৰলেপ-সন্ধানে খুলে যায় শূন্য মশান। 

 



কি়সমত

(মির্জা় গা়লিব-এর গ়জ়ল "য়ে না থী হমারী কি়সমত" অবলম্বনে)

 

অভিসার ছিল না লেখা আমার কপালে

বৃথা হতো অপেক্ষা আরও কিছু বাঁচলে 

 

কথা রাখার কথা সে তো কথার কথা 

সত্যি হলে প্রতিজ্ঞা ভুলে যেতাম ব্যথা 

 

আধ-ছোঁড়া তির বুকে বিঁধে এখনও 

বেনজির যন্ত্রণা কেউ পেয়েছে কখনও ?

 

কেমন সঙ্গ তোমারবাঁধা নিয়মে নীতিতে 

ব্যথাভার না নেবে যদিকী আছে প্রেমেতে 

 

যত ক্লেশজীর্ণতা গা়লিব সুখহীন জীবনে

মরমী রং নেয় তোমার সুফিয়ানা বয়ানে

 

(রেখ়তাঃ বিক্ষিপ্ত বা মিশ্র)  


Comments

Post a Comment