গুচ্ছ কবিতা - সাহানুর হক


বেস্টফ্রেন্ড


এই ঝগড়া হয়— আবার অতর্কিতেই ঠিক হয়
একটা মেয়ে ও একটা ছেলে
দু'জনে একসাথে থাকলে মনে হয়
পৃথিবীর সবাই বুঝি ঘুমিয়ে পড়েছে
ওদের ভালো থাকা ঝর্ণার মতো আসমুদ্দুর বয়ে চলে সকাল থেকে রাত্রি
ওরা নিমগ্ন থাকে আলোপৃথিবীর মুহুর্ত গোছাতে
কোলাহল মাখানো প্রহর জুড়ে এক ঝাঁক প্রজাপতি আশেপাশে থাকে
সন্ধ্যা উত্তীর্ণ হলে সোনালী চাঁদ নামে উঠোনে
দিগন্তে ঝুঁকে যায় সব, ভোরে জোনাকিরা উঠে আসে, কিলবিল করে
সমস্ত গল্প একে অপরের কাছে মাশাআল্লাহ্
স্নিগ্ধতায় অভিনন্দন জানায় বৃষ্টি, রোদ ও তারারা
এইসব আভাসে খেলতে খেলতে হাটুর উপরে হাঁটে ভুল বোঝাবুঝি
প্রথমে এক, দুই। তারপর তুমুল
আঠার মতো ঘিরে ধরা ভালো থাকার ব্যাড়া ফুঁটো হয়ে যায়
নীল শান্ত পুকুরপাড়ের মতো স্তব্ধ পড়ে থাকে খেলাঘর
পুনরায় ব্যাকুলতার লাবণ্যে সেই ক্ষত রিপু করে নেয় বিশ্বস্ত নিঃশ্বাস
শতকরা নব্বই শতাংশ বান্ধবী তার ছেলে বেস্টফ্রেন্ড টাকেই ভালোবাসে খুব মনে মনে
আর একশো শতাংশ বন্ধু তার মেয়ে বেস্টফ্রেন্ড টাকেই





প্যারাছিটামল


উদাসীন সকাল
                       এবং
খুব তীব্র কুয়াশামাখা আকাশ গরম ভাতের অননুরাগ
                                                                         আর
ম্লান হয়ে আসা রোদের জল্পনা


অবিচলিত দুপুর
হৃদয় পোড়ানোর উষসী পরব
স্বপ্ন মেরামতের আকাঙ্ক্ষায় ঝুমকো লতার খোঁজে


বনগোধূলির বিচরণ, মূর্খ স্মৃতির বিচ্ছুরণ
অন্ধকারের অনুরণন
কাছেই টেবিলে আমানত প্যারাছিটামল





অটোগ্রাফ


বারংবার স্মৃতির মুখে আছড়ে পড়ি—
গভীর রাতে সারি সারি গাছেদের পাশে দাঁড়াই
অনেক প্রস্তুতি নিয়ে স্মৃতিরা হানা বসায়
এভাবে রোজ বেজে ওঠে ব্যাথা...
বিষন্ন এই ছায়ার বিপদকালে সাক্ষী রাখি নক্ষত্র
প্রশস্ত বুক থেকে সমস্ত সুখ একাগ্রতায়
তুমি আলগা আঙুল ছুঁয়ে দাও
                                           ধীর সমীরণে।
গাছেদের পাতায়, ডালে ঝুলে থাকে অজস্র কবিতা!





রোগ


এখন কাব্যকথা হোক
সময়ের কাজ সময় করে
দ্বন্দের প্রতিদ্বন্দ্বিতাও ততটাই ধারালো
কখনও শান্ত কখনও উত্তাল
আমি তার কতটা পাশে থাকি


যা নেই তা দেখি তীব্র দৃশ্যমান আজ
আরও দেখি মুখোশের ঢাকনায় জ্বলছে আদিম মোম


যখন গভীর আঁধারে নীরবে বেজে ওঠে
মনের ভিতর অনেক গোপন রোগ!






বিষাদে


তারপর দিনের শেষে ট্রাফিক জমা সন্ধ্যায়
রূপকথাকে পিছনে ফেলে রেখে
অবসর ছুঁয়ে দেখি আকাশজুড়ে অদ্ভুত বৃষ্টি
আর আত্মীয়তায় অন্ধকার!


অফুরান পথ বেঁকে বাড়ির খোলানে মিশেছে
বিষাদের দানা সমস্ত উঠোনে
ছড়িয়ে ছিটিয়ে আছে...
অভিযোগ জানাব কোথায়!


ক্লান্তির কঠিন সময় এমনি করেই
ধোঁয়া ওঠা বাষ্পের মতো উড়ে যায়,
ফের আসে!

Comments

Post a Comment