গুচ্ছ কবিতা - শীতল চট্টোপাধ্যায়


নেশা


রেশনের মোটা চাল পেটে পড়লেই
শীত ঘুমের নেশায় ঘুমিয়ে পড়ে -
ত্রিপল আগলানো জীবন,
উঁচু তলার কাকে যেন
ঘুম নেশা ধরাতে পারেনি
অনেক দামি সরু চালেও ৷





নদী


নদীর বুকে নদী হওয়ার নেই
নদী ছবি,
ভাবনার নদী, নদী ছোঁয়া বা
দূরের নদী ৷





হরণ


ঘুম পাড়ানোয় আসা রাতকেও
হরণ করে -
রাত পোড়ানো আগুন,
বেরিয়ে আসে অচেনা গন্ধ এক৷





বলেছিল


মাটিতে একদিন
আকাশ নামবে বলেছিল,
কিশোরীকে একদিন
ডাকবে বলেছিল চাঁদ,
তারারা একদিন
রাতের টগর হবে বলেছিল,
শুনেছিল কবিতা ৷





বিশ্বাস


বিশ্বাস
জীবন্ত ঈশ্বর এক ৷
প্রতিদিন মন্দির চুড়োর সুদর্শন চক্র ডাকে
বিশ্বাসের ঈশ্বরে,
পতাকার রঙ বদলায়,
সমুদ্রের ঢেউ ধরে
বিশ্বাস জালে ৷

Comments

Post a Comment