গুচ্ছ কবিতা - মানসী কবিরাজ



বিবাহ -


চাবি ঘুরিয়ে ঘুরিয়ে ভরে দিচ্ছ দম।
যেন 
এক কলের পুতুল !
নাচছে গাইছে খঞ্জনী বাজাচ্ছে
আর তুমি 
একান্ন খন্ডে ছিটিয়ে দিচ্ছ
সতীর শরীর


চৌকাঠ থেকে 
মুখ ফিরিয়ে চলে যাচ্ছে
ঘর





বিবাহ -


একমাত্র প্রেমিক আঙুলই জানে
কোথায় লুকানো আছে কুমারী স্ট্রেচমার্ক
আপ্তবাক্য শুনিও না
বিবাহ বিবাহ খেললেই যে কেউ প্রেমিক হয় না




বিবাহ -


পায়েসের গন্ধে জেগে ওঠে পুরনো  ঝলক 
আর কত দুধ জ্বাল দেব ! 
শুধু পা দুখানি ছুঁয়ে হে আমার অমিতাভ - স্তব, 
সুজাতার নির্বাণ লাভ কীভাবে সম্ভব !  ......




বিবাহ -


প্রতিটি সমর্পণের মধ্যেই 
ওৎ পেতে বসে থাকে  
ছোরার ধারালো
দেয়ালে পিঠ ঠেকে গেলে
আমূল বিঁধিয়ে দেওয়া ছাড়া
যার কোনও উপায় থাকে না

Comments

Post a Comment