গুচ্ছ কবিতা - মণিদীপা নন্দী বিশ্বাস


কথা গুচ্ছে সাজানো মুখ



  ১  

তোমাকে ভুলে যেতে পারলে জীবন অন‍্যরকম
নদীখাত শুকনো বাতাসে বারুদ গন্ধ
মারণ যন্ত্র তীব্র হলে হেঁটে চলা অনায়াস
মৃত‍্যু কি জীবন ফিরে পাওয়া!



  ২  

অহরহ অ্যাম্বুলেন্স...শব্দেরা মহীয়ান। সে সাইরেন
বুকের গভীর, পথ চলা ক্রমে বড় উদাসীন
এখন ও দু'হাত বাড়ালে মুখ বাড়িয়ে দিই
সে আদরে উদগ্র কামনা থাকে...
এখনো সে মুখ আর চেনা গন্ধের কাছে



  ৩  

সকল নিয়ে বসে থাকা ঘরের দরজায়
কোন সর্বনাশ দেখব বলে নিশিদিন...
প্রতীক্ষা ভাইরাস আর উষ্ণতা জুড়ে
জ্বরের গন্ধ, প‍্যারাসিটামলে নাম লেখা আছে
গোপন দরজা থেকে সে চলে গেছ
বিষন্ন গানে তখন ভৈরবী



  ৪  

সাদা আর কালো চুলে লেখা থাকে শরীর
তেলতেলে চকচকে হতে হতে হরিনাম
সংকীর্তনের দিকে হেঁটে যায়
ধুনি জ্বালা স্তব্ধতায় তখন একা
জীবনের দিন গুণতে গুণতে এগোই...



  ৫  

তাক ভরা বইয়ের গন্ধ তালিকায়
রবীন্দ্রনাথ,অবনীন্দ্রনাথ, বঙ্কিম আরো
নানা আধুনিক... যুগ থেকে যুগান্তর
এগোতে পারিনি দূরে ওখানেই ঘুরে ফিরে
আসি। স্বপ্ন আর স্বর্ন বাসনায় বয়স
ও সময় বৃত্তাকার ঘুরে ঘুরে যায়

Comments

  1. মণিদীপা দিদি কবিতা নিয়ে কিছু বলার সাহস করি না ।
    এক কথায় , অসাধারণ ।

    ReplyDelete

Post a Comment