গুচ্ছ কবিতা - মনামী সরকার


পথের কথা


চৌরাস্তার মোড়ে পৌঁছে বেছে নিতেই হয় নির্দিষ্ট একটা পথ কে। পেছনে ফেলে আসা পথে কেউ দ্বিতীয়বার হাটতে চায় না। 
বাকি তিনটে রাস্তায় আছে অজানা কৌতুহলের হাতছানি।
নিরাপত্তার চেয়ে কৌতুহল আজীবন প্রিয় পথিকের কাছে। 




সুখের ঠিকানা


ঘরের জানালা থেকে দেখা রাস্তা বড়লোভনিয় কিন্তু রাস্তায় নামলে ঘরে ফেরা অত সহজ নয়।
রোদ, বৃষ্টি, ঝড়, জল বুঝিয়ে দেয় ঘড়ি ছিল সুখের ঠিকানা।  




একাকীত্ব


কোলাহল ছেড়ে নিস্তব্ধতার দিকে বেঁকে গেছে যে পথ সে পথেও হেঁটে দেখেছি। নিঃসঙ্গতা ভেঙে দেয় নিস্তব্ধতাকে এই পথ জানেনা অপেক্ষার মুল্লো দিতে।



কুয়াশা


হলুদ বিকেলের গায়ে কান্না আঁকা আছে 
যে পথ ধরে চলে গেছো তুমি সে পথ ধরেই এসেছে ডিসেম্বরের কুয়াশা মাখা শীত। 

 


ঋণ


পথের ধারে গোছানো আছে দৈনতা, কবেকার ঋণ তার ছড়িয়ে আছে ধুলায় ধুলায়। পথ ফুরায় না। ফুরিয়ে যায় জীবন। আসল কমেনা বেড়ে যায় সুদ।

Comments