গুচ্ছ কবিতা - বিনীতা সরকার


ব্যর্থ ইশতেহার-২


  ১  

প্রেমহীন চোখে 
তুমি তাকাও যখন
একে একে আকাশের সব তারা 
ঝরে যায়



  ২  

চুক্তি করে কি সব হয়?
অতএব
বাড়িয়ে দাও হাত
ছুঁয়ে দেখি প্রেমের শতদল



  ৩  

ভালবেসে কি পেয়েছি
বড় কথা নয়
কি দিতে পারলাম
সেটাই বড়



  ৪  

এত অবহেলা 
কোথায় রাখি বল?
প্রেম রসে ভরা 
এই সুধাপাত্র



  ৫  

তোমার মুখ 
না ভাবলে
আজকাল কোন রাতেই 
আর ঠিকঠাক ঘুম আসেনা



  ৬  

সব কাঁটা একদিন 
ফুল হয়ে ফুটবে
শুধুমাত্র আমিই 
সেদিন আর থাকবো না



  ৭  

হারিয়ে যাবার পরেও
থেকে যায়
গল্পের রেশ
দূরবর্তী কোনো এক আলো



  ৮  

অক্ষরে অক্ষরে 
সাজাচ্ছি প্রেম
তুমি ছুঁয়ে না দিলে 
সব বৃথা



  ৯  

শুধুমাত্র তোমার জন্য
হাসতে হাসতে 
পান করতে পারি বিষ
তুমি জানো না



  ১০  

নদীর যৌবন দেখে
পাগল তুমি
প্রেমের বাঁক
চিনলে না

Comments