কবিতা - জয়দৃতা সরকার


রক্তবীজ

 

 

বহু হয়ে ওঠা বাকি আছে না হয়ে থেকেই।
শব্দ না ধরায় কত কবি ঝরে পড়ে রঙ্গন গাছের নীচে।
চোখের উদাসীনতা আঁকে প্রেম।
দশমাস দশদিনে মৃত সন্তান কবর যায় ঝরা পাতার নীচে।
প্রেম বিলাসিতায় খিদের জ্বালা মরে রক্তবীজ হয়।
ইজরায়েল প্যালেস্টাইন যুদ্ধ, কবিরা তখন সৈনিক।
যারা যুদ্ধ বাধায়, তারা কোনোদিন দেখেছে তালতমালের বন?
কোনোদিন শুনেছে প্রসব যন্ত্রণা শেষে শিশুর কান্না।
বিপুল আকাশ সীমা তলে সবুজ বনের ঢেউ মাটিকে
মিলিয়ে দিয়ে বলে
তোমায় জানি শুধু;
প্রেম এর সাথে যুদ্ধে।
তবু কবিতা পড়েও মানুষ খুন করার ক্ষমতা রাখে আজও...

Comments