কবিতা - সঞ্জয় মল্লিক


আলোর পথে ধুলো চাই

 

ধুলো থাকলে
         দৃষ্টি ঝাপসা হয়;
এপার - ওপার  অচেনা
পাখি উড়ে গেলে হাতি
                   মনে হয়,
পিঁপড়েও বোঝা
নিজেকে দেখা হয় না;
 
পরিযায়ী স্বপ্নরা ফিরে আসে;
ঘুমোনোর আগে অসীম সাহসে
                          জেগে ওঠে,
বন্য বাতাসে উড়ে যায় দুঃসময়।
 
স্বচ্ছ কাঁচের মতো ভেসে ওঠে
                  ঝলমলে বর্তমান।
 
আলোর পথে ধুলো চাই।

Comments