কবিতা - উত্তম চৌধুরী


জটিল জ্যামিতি 

   


বিস্তৃত ফারাক থাকে এক।
  

আমি সেই ফারাকের মুখে 
সেতু হতে চাইনি কখনো।
  

কিছু কিছু সম্পর্কের মাটি
খাঁটি হয় ফাটলের কাছে।
রোদ ভেঙে গড়ায় জোছনা।
  

রুক্ষতার তীব্র আনাগোনা 
খাল কাটে বিপথে যাবার।
জানার অনেক ঊর্ধ্বে থাকে 
না-জানার জটিল জ্যামিতি।

Comments

Post a Comment