কবিতা - রত্না দত্ত


আগন্তুক

  

এই আমায় ভাঙ্গতে চেয়েও তুমিই
বরং আরো বেশি করেই জোড়ো,
  
এই যে ওমন বিদায় বলার পরেও
পিছন ফেরার টান তীব্রতর!
  
এই যে এত স্বল্প আলোয় দেখা
যেন মনে হয় প্রাচীন হতে চেনা,
 
এই যে এত আলো-ছায়ার খেলা
সবই যেন তোমার কাছে দেনা!
  
এই যে যত আকাশকুসুম কথা
অক্ষর যা কলম লিখে রাখে,
  
এই যে যত সেতুর মত জোড়া
ভাঙ্গার গানেও জোড়ার মতই থাকে!
  
যেমনটা ঠিক জলের মত ছেদে
পৃথক বৃথাই জুড়ে থাকার   মত,
  
ভালোবাসাও ঠিক তেমনই ভেদে
ভালোবাসাও ভীষণ শাশ্বত!
  
একটা মানুষ একলা হবার পরও
একলা তো নয় ভিতরঘরের দেশে,
  
স্মৃতির সাথে দেখা সকাল সাঁঝে
জড়িয়ে রাখা পরম আশ্লেষে!
  
এই যে "তুমি" এমন অনুভবে
আজও তো ঠিক তেমনটাই আসো,
  
কঠিন তোমার বর্ম, তবুও তুমি
ভিতর ভিতর ভীষণ ভালোবাসো!
  
জীবন জুড়ে যোগ বিয়োগের খেলা
হিসেব খাতায় যোগেও মতই থাকো,
চোখের কোলে জলের চেয়েও দামী
ক্ষনিক পাওয়ার সুখ জাগিয়ে রাখো!
  
চিরন্তনের ডাক দেবে কোন কাল্
ফুরিয়ে যাবে এই প্রিয় প্রান বায়ু,
  
তোমায়,দেখার পরেও একটিবারের তরে
তোমার থাক্ একটা দিনের আয়ু!
  
জীবনজুড়ে পাওয়া হল যত,
নশ্বর সে নয় যে তথাগত
শুধু "ভালোবাসা"...
চিরন্তনের তরে,
ভালোবাসা -----ভীষণ "শাশ্বত!"

Comments