কবিতা - সোনালি


দ্বিচারিণী 


সমুদ্র তোমার কাছে ডুবতে আসা

সমুদ্র তোমার ঢেউয়ে লুকোনো ডাক

আরাম এবং গরম এবং নরম জলে 

আঙুল কোথায় পৌঁছে গেল লুকোনো বাঁক 

 

 

তোমার জলে ডুবতে আসি রোদের মায়ায় 

নোনতা ঢেউয়ের ছলাৎ শুনে সহজ হাসি 

চাঁদের ডাকেই তুমি কেবল বাঁধন ছেঁড়া

তবে কেন আমিও ঢেউয়ে ভাসতে আসি 

 

 

আমার প্রেমের সঙ্গে আছে মানব যাপন 

ঘর বিছানায় আমিও আদর নরম পলে

তুমিই আমার দু নম্বরী আদর সোহাগ 

তার আদরের গন্ধ কেন তোমার জলে

 

 

ঢেউ আঙুলের স্পর্শ গভীর কোথায় যাচ্ছে 

ইস কে জানে এতই কেন ছোঁয়ার গতি

সে ছাড়া আর কেউ যেখানে যায়নি আদর 

সাগর তুমি আবেশ আরাম মন্দমতি 

 

 

রোদের তাপ আর নোনতা জলের

আছড়ে পড়া

তোমার আদর ছুঁচ্ছিল আজ পোশাক ঢিলে

সেই সে তাকেই তুমিও এনে দিচ্ছ মনে 


এক তুমি আর দুই সে পাগল অগাধ নীলে। 

Comments