কবিতা - সৈকত সেন

শেকড় 


এক জানলা আকাশ
মহড়া দিচ্ছে কালো মেঘ, তারও পরে মেঘ
চাঁদ অব্দি পৌছে দেবে বৃষ্টি-রেণু
কিন্তু এই তোড়জোড় কতটা অনাবশ্যক
তাকি জানে মেঘ মল্লার? 
অন্ধকারের ভেতর ডুবে যেতে থাকা 
পূর্বপুরুষের আত্মজীবনী কতখানি সত্য
সে কথা কি মনে রাখে উত্তর?
বিশ্বাস ডিঙিয়ে হাত বাড়াও যে উচ্চতার দিকে
সেখানে কেবল খই আর শুকনো বেলপাতা।


মাটির কাছেই আমার নিভৃত যাপন
প্রগাঢ় স্পর্শের দিকে হাত বাড়িয়ে রেখে
শেকড়ের কাছে জড়ো করে রাখি সব আত্মবিশ্বাস।

Comments