কবিতা - অরণ্য আপন


সব রাস্তা তার দিকে ফিরে যায়

  

আমাকে ছেড়ে গিয়ে যে ভালো আছে, ভালো থাকুক
যার ঘরবাড়ি জমিজমা খেয়ে দিয়েছে যমুনা, সেও তো আছে বেঁচে
আমাকে দুঃখ দিয়ে সে যদি পায় দেখা সুখের, পাক না নেচে
বাড়ির নতুন জামাইয়ের মতো আমার বুকে দুঃখ আসে যদি আসুক
মন যদি তারে ডাকে, মানা করব না, তারে ডাকুক
শিমুল গাছের হাওয়া যদি দেখে ফেলে চোখের জল
তাকে জড়িয়ে ধরে বাড়াব বেঁচে থাকার বল
তার জন্য মানুষ যদি আমাকে পাগল জানে, জানুক 
  
ভালোবাসা এমনই, জিকিরে দোর খোলে না
আবার বন্ধ দরজায় জীবন ধরে মাথা ঠুকে মরে
হেরে যাওয়া ভোটের মার্কার মতো আমার অবস্থা 
বকরি বাঁধা ছেঁড়া দড়ির মতো আছি পড়ে 
আমি ছিলাম লেলি কুত্তো, খেদে দিয়েছে তবু গেছি ফের
না গিয়ে থাকতে পারিনি, ভালোবাসা ছিল ঢের

Comments