কবিতা - শিল্পাশ্রী রায় দে


হাত

 

আমার মা যেদিন মারা গেল

স্নেহভরা একটি হাত   কোলে তুলে নিল

দুধ খাওয়াল-

নিজের ঘর ছেড়ে, আমি তার কুটিরে আশ্রয় নিলাম। 

তার পরিজনেরা গাল ফোলাল, মুখের কালো রং-

'পরের সাপযেদিন ছোবল মারবে'-

 

 

ছোবল মারিনিতার আগে গত হয়েছে। 

দেবার মধ্যে লাখ টাকার 'দর্শন ' দিয়েছিলাম

সেদিন কথা উঠেছিল, 'যার জন্য এত করলসে তোমার জন্য কী করল বাপু'?

 

 

কাউকে একবার চোখের দেখা দেখবে বলেযে পরাণটা আটকে থাকেজানা ছিল না। 

 

 

আজ বহুকাল পরআবার একটা হাতআমার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে।

এবার আমি প্রশ্রয় দেব না। 

যখনই নরম হবোসে আমায় ছেড়ে চলে যাবে 

 

 

*মলয় রায় চৌধুরী এবং কোকিলা বর্মন স্মরণে


Comments