কবিতা - রেবা সরকার


কবরের পাশে দাঁড়িয়ে যে ছেলেটি

 

কবরের পাশে দাঁড়িয়ে আর্তনাদের আহুতি জানতে পেরেছিল ছেলেটি
মনে মনে জিজ্ঞাসা করেছিল ফেরার উপায়
যদিও  আগুন থাকেনা সেখানে
কিন্তু ধ্বনির সাথে আগুনের স্ফুলিঙ্গ যেন একযোগে পরিচিত
কখনও যায় না কেউ বসে না একমনে
এই হার না মানা জীব আত্মা খুঁজতে পিছুটান পিছুটান পিছুটান
 

ছেলেটি এখন আমার কাছে হৃদয়ের কথা বলে
মায়ামেঘ থেকে বৃষ্টি আর বৃষ্টির

Comments