কবিতা - অরুণ চক্রবর্তী

 



সুখ যখন খাদের গভীরে


ঋতুর সাথে বদলে যায় কথা
রঙের সাথেও বদলায়
পোশাকও বাদ যায়না
বদলে যায় চোখমুখ চলনবলন
সময় পকেটে ঢুকিয়ে হাতজোড় করে তখন বুঝি অভিনন্দনে মাতোয়ারা হাসিমুখ
আগাছা সেই মুহূর্তে তুলসিপাতা ভেবে মধ্যমঞ্চে তান্ডব উল্লাসে মেতে ওঠে
জনভালোবাসার লেলিহান শিখায় আকাশবাতাস লাল হলে চোখেমুখে আনন্দাশ্রু ফোটে
 এমন আবহে ওদের রাগ নেই
নেই অভিযোগ ,অভিমান
ঋতুবদলের সাথে সাথে ওদের সব আদল বদলে যায়
চমকে উঠি গর্জনে এই বুঝি গোটা হিমালয় ভেঙ্গে চাপিয়ে দেবে মাথায়
অসম্ভব কিছু নেই
পুচ্ছ তুলে ইঙ্গিত হাওয়ায় ভাসায় নীরব মেঘলা আকাশে
আবার কখন যে হয়ে যায় ভো কাট্টা নিজেরাই বোঝেনা
হায় ঈশ্বর, চকচকে বালুকণায় এদের ভেতর শিব খুঁজে আনো
অজস্র আলোয় উদ্ভাসিত হবে সেই শিব
তোমারই আদেশে নেশায় বুঁদ হয়ে জটা থেকে বের করে আনবে গোটা পৃথিবী 
হাততালি দিয়ে প্রণাম জানাবে ঝলসানো আত্মা
সুখ তখন খাদের গভীরে ---।

Comments