কবিতা - সোমা দে


গোপন সঞ্চারী

  

বর্ণহীন স্রোত বিস্তারের অভিলাষে গতিপথ পাল্টে নেয়
ভিন্ন নামে দেশ হতে দেশান্তর
পরিস্থিতি সাপেক্ষে টান কখনও তীব্র কখনও মন্থর 
  

গভীরে থাকা তুচ্ছ শ্যাওলা জানে
শুধুমাত্র সমালোচিত হবার ভয়ে নিজেকে কিভাবে লুকিয়ে রাখতে হয় 
স্বীকৃতি হীন সম্পর্ক প্রকাশ্যে আনলে অযথা কলঙ্ক শাখা প্রশাখা ছড়ায় 

Comments