কবিতা - মারুফ আহমেদ নয়ন


প্রেমে পড়ার মুহুর্ত


একবার তুমুল প্রেমে পড়েছিলাম তোমার, সেই ঘোর এখনো লেগে আছে চোখে-মুখে। অনুভব যেনো মাতাল হাওয়া। পবিত্র আত্নার ভেতরে পাখির কলতান।  যে গাছটি চোখবিহীন জেগে আছে, তাকে রিক্ততার গল্প বলো না। এই যে সাপের শরীরের মতো এঁকে বেঁকে গেছে পাহাড়ি পথ, কুয়াশার কাফনে মোড়ানো এক রমণী, আমার জন্যে বিছিয়ে রেখেছে ঘাসের গালিচা।   আমি তার কাছে যাবো, লুকিয়ে পড়বো পৃথিবীর মানচিত্র থেকে, যেভাবে পিপীলিকারা লুকিয়ে পড়ে ঘাসের অভ্যন্তরে। আমার গোপনতম বাঙ্কার, নিজেকে খুলে দাও। যেভাবে আরব্য রজনীর ভেতরে, আলীবাবার হাতে খুলে যেতো, ডাকাতি ধন-রত্নে পরিপূর্ণ, গুহার দরজা। এইভাবে একদিন কাঠুরের জীবিকা থেকে তোমার পাওয়া, আমার গোপন দৌলত।   তোমাকে কি করে করি আড়াল, তোমার রুপের আলোকচ্ছটায় অন্ধজন ফিরে পায়, দৃষ্টির প্রদীপ। যে প্রেতশিশুরা খেলতে এসে, হারিয়ে ফেলে নিজেদের। তাদেরকে বলি, ফিরে যাও ঘরে। দেখো, বুনো বাতাসের তালে পাতায় পাতায় ঘষা লেগে ছিটকে পড়কে আগুন, আর বেজে উঠছে, এক আশ্চর্য ভায়োলিন।


Comments