কবিতা - নাদিরা


অর্পন


রাত জেগে চাঁদ গোনার অবকাশ পাইনি

নিঃসহায় অমানুষের মতো কাদামাটি মেখেছি

আমার জন্ম থেকে চাঁদের সংখ্যা প্রায় পাঁচ ছটি 

কারন বা প্রমাণ দেখাতে পারিনি ফুল ছেঁড়ার যন্ত্রনায়। 

 


বারবার আত্মসমর্পণ করেছি ভালোবাসার কাছে 

একটা ভাঙাচোরা টিনের ঘরে শুয়ে গোলাপের স্বপ্ন দেখেছি

যদিও গদি বা বালিশ নরম ছিল ; তাই এখনও অনাথ নই। 

কাঠের ঘুনেদের থেকে শুনি ঘৃনার সংলাপ 

রংচটা দেওয়ালের গা থেকে আসছে কঠিনতম অবহেলার অসুখ

এইভাবে, শতশত পদ্ম পাঁকে ফুটলেও কীটের মতো ক্ষুদ্র জীবন চাই। 

 


এই মথ প্রজাপতির জীবনে হৃদপিন্ডের রক্তপাত 

বারবার দেখেছি 

যুদ্ধ কান্নার গ্লানি সাথে নিয়ে আমি নতুন কবিতা লিখতে চাইনা

ভালোবাসার দর্প খুঁইয়ে একেকটি ভাঙা দেশ বা পৃথিবী আঁকা যায়;

তবে সমর্পণ বিশ্বাসের এখনো কোনো সঠিক সমার্থক পাইনি।


Comments