কবিতা - জ্যোতি পোদ্দার


গোটানো আস্তিন

 


 

তোমাকে ছুঁতে পারে এমন প্রশস্ত হাত আমি লুকিয়ে রাখি গোটানো আস্তিনে।

 

যদিও সবাই জানে।

প্রকাশ্যে কেউ বলে না। 

 

কেউ বলবে কী?

আমি নিজেই বলি না।

 

তোমার ফিসফিসানি রোগ আছে আমি জানি।

গোপন কিছু ফাঁস করার সুখ আছে--

সেটাও আমার অজানা নেই।

 

লুকানো অস্ত্রে যতটুকু গোপন জানাজানির 

                                                ভয় থাকে

ততটুকু প্রকাশ্য কোন কিছুর প্রতি থাকে না।

 

যতি চিহ্নের মতো সামান্য দূরত্বে তোমার নির্বিকার বেড়ে ওঠা

হাত বাড়ালেই ছুঁতে পারি।

                           ছুঁব না।

 

গোটানো আস্তিনে লুকিয়ে রেখেছি প্রশস্ত হাত।


Comments