কবিতা - উদয় সাহা


পুরনো শহরতলির পথে



অতএব এই শীতের রোদের আঁশ, বেশ

সবুজ, হলুদ, মৃদু-লাল ঢেউয়ে প্রতিদিন

একটি পাতা খসে গেল পড়ে, চিরতরে;

পৃথিবীর তীরে চায়ের ধোঁয়া তবুও মসৃণ-

 

 

শিশির ভিজিয়ে পায়ে হাঁস কাদা খুটে চলে

শুশ্রূষা লেখা নেই ঘাসে, যেন হেমন্ত বিন্যাস

চোখে যে প্লাবন আসে তাতে নিজেরই ত্রাণ

চাল-ধোয়া রুগ্ন হাতে স্থায়ী হয় বরফের মাস

 

 

যে ছায়া আগলে রাখার ছিল তা ছদ্মবেশী

খামোখা মায়া করবীর দুধ কোমল ব্যাকুল

উড়ে এসে সন্ধ্যা লাগে গায় কচুরিপানার

মালী এসে নিয়ে গেছে আদরের ফুল

 

 

পুরনো শহরতলির পথে ম্লান মুখে ঘুরি

মাংসাশী হাসি হাসে চরকা-কাটা বুড়ি



Comments