কবিতা - ভূপালী রায়


ঝরাপাতা


শেষ হেমন্তের রিক্ত ক্ষেতের আলপথ ছুঁয়ে

বয়ে চলেছে শীর্ণ নদী বর্ষায় যে যে ছিল যৌবনবতী

শুরু হয়ে গেছে পাতাঝরার  বেলা।

নদীর পার ঘেঁষে দাঁড়িয়ে থাকা অরণ্য বৃক্ষ থেকে

টুপটাপ ঝরে পড়ে শুকনো পাতারা।

ম্লান কমলা রঙা ঝরাপাতা সবুজ ঘাসে,

রচে অনাবিল অপূর্ব রঙের মেলা।

হৈমন্তিক  উত্তরা ও জীর্ণ পাতার যুগলবন্দীতে

অনুরণিত বনপ্রান্তর।

শুকনো পাতা মাড়িয়ে পাতা কুড়োনীর দল

ঝুড়ি নিয়ে হেটৈ যায়,

চলার ছন্দে বেজে ওঠে পাতার নূপুর।

কাজলনয়না মৃগ শাবক ত্রস্ত পায়ে

চলে যায় বনের গভীরে।

পাতাঝরা শীর্ণ তরু রিক্ত শাখাপ্রশাখা নিয়ে

আকাশের বুকে এঁকেছে কল্পলোকের মানচিত্র,

দাঁড়িয়ে আছে হেমন্তের অভিসম্পাতের চিহ্ন নিয়ে,

বসন্তের দৈন্য বিমোচনের অপেক্ষায়।


Comments