কবিতা - সুতপা পাল

 


পুরোনো গন্ধ


ভাদ্রের রোদে পুড়ে

পাড়ার মেয়ে বৌ

পুরোনো শাড়ির ভাঁজ মেলে

গন্ধ বিলোয়

বন্ধ কুলুঙ্গির লেপ কম্বলও

তাতে যায়না বাদ

 


শুধু বেমানান আমি.......

চিলেকোঠার গরাদ আঁকড়ে

সরু একফালি ভাদ্রের রোদে

ফেলে আসা আশ্বিন  এর ছায়া খুঁজি

 


আলমারির কোণে লুকোনো আকাশ রঙা ওড়না

জড়িয়ে বুকে পানকৌড়ির ডুবকি লাগাই

কিশোরের গভীরতম চাহনীতে

প্রহর বদলায় অতীতের গন্ধ মেখে


Comments