কবিতা - সুজয় নিয়োগী


বেঁচে থাকা

 

জীবনের অনেকটা পথ পেরিয়ে

আজ কেন যেন মনে হয়,

অনেক শব্দই অন্তঃসারশূন্য।

 

 

সম্পর্ক-অভিমান-অনুভুতি-অনুরাগ-বিশ্বাস

শব্দগুলি চারিদিকে ঘুরে বেড়ালেও

বোধহয়  আর দাগ ফেলতে পারে না

আমার মনে--

চড়াই-উতরাই, সাফল্য-ব্যর্থতা পার করে

বেঁচে থাকাটাই--

জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি বলে মনে হয়।

নানা ঘাত-প্রতিঘাতের পরেও দাঁড়িয়ে আছি-

আমি দাঁড়িয়ে আছি,

পথের ধারের জীর্ন বাতিস্তম্ভটির মতো,

তবে---- মাথা উঁচু করে।


Comments