কবিতা - সুদীপ সেন


যেতে সবাইকেই হবে

                 

মাঝ রাতে যদি স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় তবুও যেতে হবে।

 

সীমান্ত বেড়াজাল ডিঙিয়ে মানবতায়

চোখ রাখলেও যেতে হবে আমাদের।

 

যেতে হবে সাহসী, অমানুষ ও অমানবিক মুখ গুলোকে।

 

একদিন হঠাৎ সকালে তাড়িঘড়ি চলে যেতে হয় কোনো একজন

 ভালো মানুষ কে।

 

ভালোবাসাকে ছেড়ে

অবুঝ স্বপ্নগুলোর মাথায় হাত বুলিয়ে কাউকে যেতে হয় যে কোন মুহূর্তে।

 

দুদিন আগেও যে বললো

সব ঠিক ঠাক চলছে,

তবু তাকেও কাউকে কিছু জানান না দিয়ে চলে

যেতে হয় গভীর রাতে।

 

ঘুমের মধ্যে চলে যাওয়াকে বলে অবিশ্বাস।

 

যন্ত্রনা নিয়ে যে একবার চলে যায় যাবার পর একবারও সে বোঝেনা তার কতোটা অনুতাপ।

 

হঠাৎ করে যে নিজেকে শেষ করে দেয়,

তার যাওয়ার খবর ঘুনাক্ষরেও কেউ টের পায়না।

 

এভাবে একবারই যেতে হয় সবাইকে

ভালোবাসা, অভিমান, যন্ত্রনা, সম্পর্ক

অনুতাপ, হিংসা ও বিষাদ সব,

সব ছেড়ে।


Comments