কবিতা - বিকাশ চক্রবর্তী


হারানো শৈশব



বটগাছটির নীচে বসে,

ভাবনায় উঠে আসে শৈশব...

মুখ ফেরানো সময়, আর তোমার ছায়াতল!

 

 

হলুদ সরষে ক্ষেত দিগন্ত ছুঁয়েছে-

হারিয়ে যাওয়া মরা নদীতে

আবার জলতরঙ্গে ভাসব আমি?

 

 

তোমার সাইকেলে চড়ে গ্রামের মেঠো পথ-

জোৎস্না রাতেও স্পষ্ট ভেসে ওঠে স্বপ্ন...

 

 

ক্ষয়িষ্ণু সিঁড়ি এখনও জানে হারানো শৈশব-

 

 

শুধু নতুন ভাবে সেজে উঠছে বিষণ্ণ-ঘর!


Comments