কবিতা - জগদীশ আসোয়ার


ধূসর হাওয়া

 

এখন আমি জ্যোৎস্না কুড়োই রোজ, -

যত্ন করে বুকপকেটে রাখি।

পকেট আমার তবুও শূন্য থাকে,

বুঝতে পারি আছে কোথাও ফাঁকি।

বুকের মধ্যে মেঘের বাড়িঘর,

বৃষ্টিতে মন সিক্ত হয়েই থাকে।

তারই মধ্যে কল্পলোকের পরী,

নিজ খেয়ালে রামধনুকে আঁকে।

বুঝতে পারি ওটাও মস্ত মায়া,

জগৎজুড়ে মায়ার খেলাই চলে।

এবার তুমি দেশান্তরে চল -

ধূসর হাওয়া কানের কাছে বলে।


Comments