কবিতা - দেবশ্রী রায়



মাইল ফলক

 

জানিনা কতটা পথ হাঁটা বাকি
আর কতটা পথিক হওয়া 
দুপাশে পড়ে থাকে ভাঙ্গা ভাঙ্গা বসতি
বাশি খুলে রেখে মেঠো বাঁশিওয়ালা
পান্থশালার দিকে গড়িয়ে দেয় নুন জল 
হারিয়ে যাবার গোপন অভিসন্ধি বুঝে 
ঘরমুখী পাখিদের দল
ঠিক চিনে নেয় আমার আমিকে।
 
চলে যাওয়া আর থেকে যাওয়া
দুইয়ের মাঝে মায়াবী শূন্যতাটুকু
কি মসৃণভাবে জুড়ে দিতে থাকে 
জন্ম মৃত্যুর নৈকট্য।
নিভে যাওয়া কাঠ, ভাঙা কলসি
দূরে মিলিয়ে যাওয়া শ্মশান বন্ধুর পায়ের চিহ্ন
এই সব যেন এক একটি মাইল ফলক।



Comments