কবিতা - রত্না দত্ত


খেয়া

 

 

আমরা যেন ঝড়ের মুখে যাত্রী সবে
নৌকা গুলি ভিন্ন শুধু ঢেউয়ের তালে,
 
একলা মাঝি বইছি খেয়া খুব নীরবে
যে যার মত হাল ধরে দিকচক্রবালে!
 
চলতি পথে কার সাথে কার হঠাৎ দেখা
পাল তুলে চল দিগন্ত যে অনেকটা পথ,
 
পথ ফুরোলেই যে যার মত ফিরবো একা
বুকের মাঝে জীবনভরের নষ্ট শপথ!
 
কোথা হতে এলাম আবার ফিরবো কোথা
এই কথাটিই কারোর কিছুই নেই যে জানা,
 
মাঝের কদিন সমান্তরাল সরলরেখা
একের সাথে কোন সে একের জুড়তে মানা!
 
তবুও চলা হাত বাড়ানোর ইচ্ছে নিয়ে
নাগাল যেথায় মরিচিকা চোখের ভুলে,
 
জল ছুঁই ছুঁই ছোঁবোই ভেবে ছুঁতেও গিয়ে
দমকা হাওয়া শূন্যে এসে দে পাল তুলে!
 
দুরত্ব তার ঘোঁচায় না জীবন তরী
চলছি তবু এক ঝড়েরই সঙ্গী পথে,
 
নৌকা ভরে পূন্য-পাপের সওদাগরি
জীবনভর এই দেয়া-নেয়া,একলা হতে!
 
আবার যদি জন্ম নেবো চিনবি কি তুই?
হয়ত তখন আমিও ঠিক ঝর্না হতে
 
পাহাড় ভালোবেসে যদি অঝোরে ছুঁই
বইবো কেবল তোকেই ছোঁয়ার অছিলাতে!
 
তখন যদি চিনতে পারিস চিনিস না হয়
বুকের গভীর ধুইয়ে দেবো স্রোতের জলে,
 
ঝর্না পাহাড় যুগের পরে সঙ্গী যে হয়
জীবনভরের সঙ্গী হতে সঙ্গে চলে!



Comments