কবিতা - সুমনা দত্ত (ঘোষ)


শরৎ এলো ঘরে

 


ফুটলো কুঁড়ি শিউলি হলো,
কাশের বনে ঢেউ খেললো ,
নীল আকাশে ওই ভিনদেশী মেঘ যায় সে উড়ে উড়ে,
দ্যাখ না শরৎ এলো ঘরে শিউলি ভোরে।
 
 
কাঁচা রোদে মন উদাসী
লাজুক বাতাস মিষ্টি হাসি
শিশির ভেজা সবুজ ঘাসে হাজার হাজার মুক্ত ঝরে,
দ্যাখ না শরৎ এলো ঘরে শিউলি ভোরে।
 
 
যুবতী সে মিষ্টি ভারী
পরনে তার সবুজ শাড়ি
সোনালী শষ্য পরছে ঢলে প্রেম জাগাল মাটির পরে ,
দ্যাখনা শরৎ এলো ঘরে শিউলি ভোরে।
 
 
দুইটি পাড়ার ওই যে সাঁকো
গ্রাম দুটিকে বাঁধছে দেখো
প্রেম ছুঁয়ে যায় মগ্ন দুপুর মান-অভিমান যাচ্ছে সরে,
দ্যাখনা শরৎ এলো ঘরে শিউলি ভোরে।
 
 
পুজো পুজো গন্ধ আসে
ঢাকের বোলে বাতাস ভাসে
ঠাকুরদালান খুব সেজেছে মা বুঝি ওই এলো দোরে,
দ্যাখ না শরৎ এলো ঘরে শিউলি ভোরে।



Comments