কবিতা - সোমা সাহা পোদ্দার


আলোড়ন

 

দূরের কোন ইশারা যা সারাক্ষণ ভির বাঁধে।
প্রবাসী হাওয়ায় শিউলি রোদ টানে ঘরে ফেরার হলে
কাঁদামাখা দুহাতের সরলতা খোঁজে।  
ছেঁড়া মেঘের ফাঁকে ফাঁকে আলোর চুমুক
শারদ মাঠ সবুজ ছায়া পেতে
মেয়েটির চোখে রূপোলী নদী মায়া
আগমনীর সুর পিপাসা আরও বাড়ায়।
সফেদ বন এগিয়ে এলে হারানোর দূরত্ব কমে
ফিরে চায় জীবনের পাশ কাটানো ঢেউ
আলোড়ন তোলা সমুদ্র মিশে যেতে থাকে
তবু ভরা ক্ষেত জেগে রয় অপেক্ষার জ্যোৎস্নায়।
কবিতার কোন সীমান্ত আঁকা নেই 
কাঁটাতার পেরনো পাখি নেমে আসে
খেয়ালী বিকেল ছুঁয়ে যায় শরৎ চিহ্ন
গভীর চোখে চেনা উৎসব ভাসিয়ে।

 



Comments