কবিতা - রুমকি বোস


অভিশপ্ত জন্মদিন

 

আফিমের ক্ষেত থেকে ভেসে আসা
বারুদের গন্ধ
পপির গায়ে লেগে থাকা
কষ-রক্ত
কবরস্থানের মাটি ফুঁড়ে বেরিয়ে আসতে চাওয়া
দমবন্ধ মানবতা
পথে ঘাটে অন্ধ কালাশনিকভের
উদ্দাম নৃত্য
 
 
সবই তোমার অভিশপ্ত জন্মদিনের উপহার।
 
 
এসো
মাতোয়ারা হই রক্তের আনন্দস্রোতে।
গৃহপালিত নারীর গর্ভ ছিন্ন করে
সূচনা করেছিলে যে যাত্রাপথের
সেও তো ছিল রক্তস্নাত,
ভয় তো নেই কিছু!
ঘরময় গ্যালন রক্তের অযুত ভান্ডার,
ধ্বংসের কারনেই সৃজন
কোটি কোটি জিনেরা বয়ে নিয়ে চলে
যে ধ্বংসের অনুশীলন।
 
 
শীতল রক্তই আজ তোমার জন্মদিনের শ্রেষ্ঠ উপহার।
 
 
লাশের উপর মশাল জ্বালিয়ে
উদযাপিত হবে জন্মোৎসব-
ভ্রাতৃরক্তে হবে স্বাস্থ্যপান।
নারী মাংসের কোপ্তা কাবাব,
কিশোরের ধোলাই করা মগজ দিয়ে তৈরি
সুগন্ধী বিরিয়ানি
মৌতাতে ভরিয়ে দেবে হিন্দুকুশের পাদদেশ।
কাঁটাতারে বিঁধে যাওয়া শিশুর দেহ
নরম গোলাপী কেকের টুকরো হয়ে উঠে যাবে
বিদেশী অভ্যাগতের পাতে,
 
 
সন্তানহারা মায়ের বুকফাটা আর্তনাদে
রচিত হবে অভিশপ্ত জন্মদিনের গান।



Comments